
এই সাইটে আপনি প্রথমবার?


নিচের এই তালিকাটিতে খৃষ্টাব্দ সাল-মাস-দিন ইংরেজি তারিখ সহ সাম্প্রতিককালের সংযোজনগুলি রাখা হয়েছে, নিচে থেকে ওপরে ক্রমানুসারে, যাতে আপনি যেকোনো সময়ে এই ওয়েবসাইটে ঢুকলেই এক নজরে দেখে নিতে পারেন আপনি শেষ যবে এসেছিলেন, তারপর নতুন কী কী এসেছে, অথবা আদৌ কিছু এসেছে কিনা। বঙ্গাব্দ তারিখ সম্পর্কে সবাই ওয়াকিবহাল নন বলে খৃষ্টাব্দ তারিখ ব্যবহার করা হয়েছে। এখানে ব্যবহৃত তারিখগুলি কিন্তু রচনার বা সামাজিক মাধ্যমে পোস্ট করার তারিখ নয়। এগুলি এই ওয়েবসাইটে সংযোজনের তারিখ।
পোস্টের বিবরণে ক্লিক করে আপনি এই তালিকা থেকেই সরাসরি সেই নতুন সংযোজনের পৃষ্ঠায় চলে যেতে পারবেন। পুরনো সংযোজনগুলি ধীরে ধীরে নিচে থেকে বাদ চলে যাবে, উপরে সর্বশেষ সংযোজনগুলি বাড়তে থাকবে। বাদ চলে যাওয়া সংযোজনগুলি সূচীপত্রের নিচে বিভাগীয় তালিকাগুলিতে এমনিতেই বরাবর থেকে যাবে।
| ২০২৫-১২-০৬ | ছবিতে কবিতা - দামাল ছেলে - শহীদ ক্ষুদিরামের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য |
| ২০২৫-১২-০৬ | ছবিতে কবিতা - কুয়াশা যখন নিবিড় ঘন |


► রবীন্দ্রসঙ্গীত ( বর্ণানুক্রমিক )
আজি এ আনন্দসন্ধ্যা (সৌমি ভট্টাচার্য্যির সাথে একই মঞ্চে সুস্মিতা চক্রবর্তী)
আমার প্রাণের ‘পরে চলে গেল কে (বাবু মায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য)
এ পরবাসে রবে কে (বাইশে শ্রাবনে শ্রদ্ধার্ঘ্য)
জীবন যখন ছিলো ফুলের মতো (বিশ্ব সঙ্গীত দিবসের শুভেচ্ছা)
মেঘের 'পরে মেঘ জমেছে (কবিপ্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য)
► অন্যান্য গান
নজরুলগীতি - শ্যামা তন্বী আমি মেঘবরণা (নজরুল জয়ন্তী'তে শ্রদ্ধার্ঘ্য)

► সংস্কৃত কলেজ সংক্রান্ত
► বিখ্যাত ব্যক্তিদের সাথে
► মঞ্চ ও আসর
► প্রাকৃতিক
► ব্যক্তিগত
► অন্যান্য



আপনার ডিভাইসে কোনো ইমেইল লগইন করা থাকলে ওপরের ইমেইল লিঙ্ক'টিতে সরাসরি ক্লিক করেও মেইল পাঠাতে পারেন। এই ওয়েবসাইটের যেকোনো কন্টেন্ট সংক্রান্ত আপনার কোনো সাজেশন, প্রশ্ন, বক্তব্য বা অভিযোগ থাকলে তা সাদরে গৃহীত হবে, এবং যতদূর সম্ভব যথাযথ রিপ্লাইয়ের মাধ্যমে আপনাকে সন্তুষ্ট করার চেষ্টা করা হবে।
এই মেইল আইডি'টি বহু জায়গায় বহু উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে, তাই অন্তর্লীনা নামটি অবশ্যই উল্লেখ করবেন।
আপনি যদি এই সাইটে প্রথমবার এসে থাকেন, তাহলে ঢোকার পর এই প্রথম পেজে দশ থেকে পনেরো সেকেণ্ড অপেক্ষা করলে পেজের সম্পূর্ণ ডিজাইন'টি পুরোপুরি দৃশ্যমান হবে, এবং গোটা সাইট'টির নেপথ্যের যাবতীয় অটোমেটিক প্রোগ্রাম সক্রিয় হয়ে যাবে।
এই ওয়েবসাইটের যেকোনো পেজের লিঙ্ক যেকোনো সামাজিক মাধ্যমে শেয়ার করার উদ্দেশ্যে লিঙ্কটি পাওয়ার জন্য লিঙ্ক কপি বাটনটিতে ক্লিক করতে হবে।
মেনু আইকন'টিতে ক্লিক করলে আপনি পেজের যেখানেই থাকুন না কেন, সূচিপত্রে ফিরে আসবেন।













