প্রিয়স্মৃতি
★ প্রিয়স্মৃতি ★
ভালো থেকো আমার প্রিয় স্মৃতি
ভালো থেকো....।
বকুলের গন্ধ মেখে, মাঝে মাঝে ঝরে প'ড়ো টুপ্ টাপ্....
বৃষ্টি ভেজা সকালে কিংবা ঠা ঠা রোদ্দুরের শহরে
তোমায় পড়বে মনে চুপচাপ।
আবেগের রং তুলিতে তোমায় এঁকে নেবো কল্পনায়, নিরালায়।
তোমার আবদারের আগলকে গণ্ডীর বাইরে রেখেই নাহয়
ঝোড়ো বৃষ্টিতে ভিজবো আবার
বলবো ভালোবাসি তোমায়
"শতরূপে শতবার"......।
কিছু ভুলে, কিছু রাগে-অনুরাগে
অভিমান মাখা কান্না
মিশে যাবে বৃষ্টির জলে।
তোমায় বাঁচিয়ে রাখবো আমার আদরের আঁচলে।
চাঁদের নরম আলোয়....
ভেজা চোখের পাতার রেলিং চুয়ে গলে পড়া আবেগ
অবেলার অনুভবে বেজে উঠবে সুরে সুরে
তোমায় খুঁজে নেবো ঠিক, অপূর্ণ সব স্বপ্নের ভিড়ে।
আমার বেদনা বিধূর ধূসরতার কাব্যকথায়
তুমি রবে,যেমনটি তুমি ছিলে
মনে করবো নানা কথায়,
নানা ছলে
আমার একলা প্রহরের গুঞ্জনে
তুমিই থাকবে.....
শত দুঃখ ব্যথা সুখের গানে।।
-----------✍🏻অন্তর্লীনা
